ডানা মেলে পাখি
হাসি কান্নার মত
ভাষার উপর দিয়ে
উড়েই চলেছে
মুক্তির আলো পেয়ে।


কল কাকলি যত
খোলা দরজার মত
অসীম পথকে ছুঁয়ে
ছড়িয়ে পড়েছে
ভোরের আমেজ নিয়ে।


মৃদু ভোরের হাওয়া
দামাল ছেলের মত
দারুণ গতিতে ধেয়ে
বয়েই চলেছে
নদীর দুকূল বেয়ে।


পাল তুলে জীবন
শেকল ভাঙা কয়েদীর মত
একবুক শ্বাস নিয়ে
ভেসেই চলেছে
জীবনের গান গেয়ে।


***দ্বিতীয় সংকলন