আকাশ দেখার জন্য
সিঁড়ি ডিঙানো হলো না
অন্ধকার কাটলো না
সলতের উস্কানির অভাবে।


কিন্তু যখন
প্রদীপের অপেক্ষায়
না থাকা সূর্যকিরণ
ছড়াবে আলো
কাটাবে অন্ধকার
তখনো কি পথ
তোমায় ডাকবে না?
ঘরের বদ্ধতা
তখনও কি রাখবে
আকাশকে দূরে?


প্রশ্ন করেছিল,
উড়ে যাওয়া
এক স্বাধীন বুলবুলি।