আগমন
রক্তের পরশে
তপ্ত, উষ্ণ, ঘন।
মন বলেছিলো
সে এসেছিল।


গমন
কোমল গ্রন্থি ছেদনে
এলবামের ছবিতে
স্মৃতির পাহাড়ে।
মন বলেছিলো
সে চলে গেল।


মায়াবাদী মন
রোপিত বৃক্ষের মাঝে
শান্তি নীড় খোঁজে।  
তৃষ্ণার জল খোঁজে
সরসীর পারে।
তবু মায়া মোহময়ী
মন বলেছিলো
মায়া চলে গেল।


মহাকালের যাত্রা পথে
আমিও যাত্রী একজন।