একদিন তুমি ঠিকানা চেয়েছিলে।
তখন বাতাস বারুদের গন্ধে ভরপুর ,
আমি জ্বরেতে বেহুঁশ!
হ্যরিকেনের আলো জ্বলছিলো ,
তুমি বলেছিলে," কমরেড, ঠিকানাটা বলো।"


একখণ্ড তপ্ত গোলার মত ছুটে বেড়িয়েছি।
ভাবিনি ঠিকানা আমার থাকবে কখনো,
কাব্যিক সুরে বলেছিলেম,
"খুঁজো, কোনো শ্রমিক বা কৃষকের ঘরে।
জানবে, ওটাই আমার আসল ঠিকানা।
অনিন্দিতা, আমাদের স্বপ্ন দেখা মানায় না। "


বহূদিন অতিক্রান্ত -
তোমার ঠিকানা আমি অনেক খুঁজেছি।
জানি না কোথায় আছ তুমি ,
জানি না আমার দেখানো ঠিকানায় -
আজো আছো কিনা!
পথ যে বদলে গেছে দুজনের।


আমার আরামকেদারা কোনোদিনই -
হয়তো তুমি মানবে না।
হয়তো তোমার চোখে , আমি অতি কাপুরুষ!
হয়তো তোমার ঘৃণা হয় পরিচয় দিতে -
একদিন তুমি আমার ঠিকানা খুঁজেছিলে বলে ।


তবু বিশ্বাস করো,
তোমায় আমি অনেক খুঁজেছি।
দেখা হলে শুধু বলতাম,
আমার ঠিকানা আমি তো ভুলেই গিয়েছি -
কিন্তু তুমি থেকে যেও আমার চেনানো ঠিকানায়।


অনিন্দিতা..


অ... নিন্দিতা ...