নীলাকাশে নয় -
লাল দিগন্তে আজ,
তার পঞ্চমে,
স্বরের আগুন জ্বলছে।


স্বাধীন পথেতে
অনেক হাঁটা তো হলো,
ভেদাভেদ বোধ -
তাতেও কি কিছু কমছে?


আকাশ কাঁপানো
বিশাল বিশাল ফ্ল্যাট,
নীচে ছত্রাক
কুঁড়েঘরে বসে ধুঁকছে।


অনাদরে সব -
পরে জঞ্জাল স্তুপে,
ভুখা পেটে বসে
ক্ষুধার আগুনে জ্বলছে।


আজ তবু ওরা -
দেখছি জমতে জমতে,
সমবেত লড়া
অভ্যেস করে নিচ্ছে।


নবীন মনের
লাল দিগন্তে আজ,
একতারা হাতে
স্বরের আগুনই জ্বলছে।