'তোমায় আমি ভালোবাসি,
সোমালী,
তোমায় আমি ভীষণ ভালোবাসি।'
কোথাও কি বজ্রপাত হলো?
ভাব না কেন মেঘ পাহাড়ের খেলা,
এই বেলা ...আরও কত বেলা..
খেলা. ..আর খেলা ...।


মন্দজনে যা বলে তা বলুক
কতটা কি এসে যায় তাতে!
রিমঝিম বাদল বা ঝিকমিকে রোদ
কারুর একার তো নয়!
কোন দুঃখ বা সুখই নয় ভুলবার,
তা ছাড়া তুমি নিজেও তো জানো -
সোমালী,
আমি যে তোমায় কত ভালোবাসি।


মনে পরে সেই বিশেষ দিনটার কথা।
মন ছেড়ে যেদিন তুমি বাইরে এসেছিলে,
এলোমেলো কথার ঝড় বয়ে যাচ্ছিল,
ম্যাসেঞ্জারে চলছিল বাঘবন্দী খেলা,
দরজা ভেজানোতেও ত্রুটি তো দেখিনি।
চাবুকের ঘায়ে ছিলে ঘায়েল তখন,
আমি তোমার ললাট চুমেছিলাম -
পরিয়ে দিয়েছি জয়মাল্য তোমার গলায়।
শান্ত এ বক্ষমাঝে তোমার তোমাকে
আমি প্রতিষ্ঠা করলাম।


বলতে পারো?
একই তরী বাইবো কত আর!
আর নয়,
এবার ছড়িয়ে পরো মুক্ত নীলাকাশে,
মেঘলার বৃষ্টি হয়ে
ঝরে যাও অশান্ত নদীর বুকে।
সাগরকন্যার রূপে একবার ফিরে এসো
সেই নদীপথে, জনপদের সীমানা ছাড়িয়ে,
আমি যে রয়েছি তোমারই পথ চেয়ে
অন্তত অসীমের নীরব নয়ানে।