তোমার কি মনে আছে,
জলা ডিঙিয়ে একদিন
একসাথে কতই না ডাঙায় হেঁটেছি!


নিস্ফল দীর্ঘশ্বাস।
টিমটিমে আলোর দিন হঠাতই আজ শেষ।
এখন নিয়ন বাতির দিন,
সোফা আর টিভির দিন,
মোটকথা একটা হুল্লোড়ের দিন।
উন্নতিসাধন!


বেচাকেনা সস্তায়,
মূল্য হ্রাসে না কি ক্রয়ক্ষমতা বাড়ায়,
গুণগতমান হ্রাসে না কি মূল্যবোধ না বোঝায়,
সেটাই তো অর্থনীতি, রাজনীতি...
জীবননীতি অনেক দূরে।


এখন শুধুই সময় মেপে যাই।
আবার আমার সামনে সেই জলা!
আবার ওপার থে‌কে ডাঙার হাতছানি,
কিন্তু আজ আর তুমি নেই,
কোথাও ...তুমি ...