সরোবরের সচ্ছলতাকে তুচ্ছ করে -
পুরাতন এক ভাঙাকাঁচে চোখ রেখে ;
আত্মার বিকৃতি খুঁজছো পাগল মনে,
ফিরে দেখছো না তাঁর ক্ষয়িষ্ণু বসন।


ডুব দাও একবার সচ্ছতার নীরে।
যখনই আঁকুপাঁকু করবে জীবন
সে সময়ে উত্তরও মিলে যাবে ঠিক,
শুধু একবার ডুব দাও অগাধ সলিলে।


কষ্ট যা দেবে তাঁকে সব ফেরত পাবে,
শুন্যতা সংগে নিয়েই ফিরতে যে হবে।
কোন দেনা পাওনাই তাঁর জন্যে নয়,
বিত্তে ভরে না চিত্ত, গণ্ডিও মানে না যে!


ভাব, তাঁকে বন্দী করে রেখেছো খাঁচায়!
উড়ে গেলে তাঁকে আর ফিরেও পাবে না।
আজ, হলে নীলকান্তমণি বিচ্ছুরিত
বিচ্ছুরণ রুখবার সাধ্য কী তোমার!


ক্লান্তি নেই, দুঃখ নেই, নেই অবসাদ -
আনন্দ, আবেগ নেই ; নেই উচ্ছ্বাসও।
জীর্ণ বসন শুধু তাঁরই খেলাঘর,
লক্ষ্য তাঁর অচঞ্চল ; স্থির - সত্য - ধ্রুব।