রক্ত ঝরা দিনগুলোর হিসেব আজ
মুখ বন্ধ খামে বন্দী বিচারের জন্য।
দিন গুনে গুনে তামাদি হয় ভাবনা
ডাকছাপের অপেক্ষা আর কতদিন?


উচ্ছ্বাস ব্যবহার বা অপব্যবহারে
ক্লান্ত শিথিল দেহ আঁধারে পরে থাকে,
পাশবিক নৃশংস দলনে বোঁটা ছেড়া
বসন্ত কুসুম লুটপাট অবিরত।


স্বর্ণ শিখর রঞ্জিত প্রতিশ্রুত ভোর
আর কি আসবে না? পুঁথি পত্র শুধু
কি আশ্বাসই দেবে? নয়নে নাট্টশালা!
দিনপঞ্জি নাগাল ছাড়ায়,  রঙ্গ দেখি।


অতীত, বর্তমান বা ভাবি পরিণতি
ইতিহাসে স্থান পাবে কি? তাও জানি না।
রক্ত ঝরা দিনের গুমরানো বেদনা
হয়তো রয়েই যাবে মুখ বন্ধ খামে।