অপরাজিতা নও তুমি আজ -
সৌন্দর্য লোভে মুক্ত মত্ত অলিদল,
ফিরে গেছে একদিন মধুর অভাবে।
সেদিন তুমি অপরাজিতা ছিলে।


আজ তোমার ঘননীল বসনে
ভাসছে না আর কোনো নতুন ভ্রমর
পরিচিত বদ্ধতা উন্মুক্ত রেখেও
সাড়া মিলছে না কোনো ইশারায়।


বল্লরী বেষ্টনীতে যারা ঘুরছিল -
সে তো ছিলো স্বার্থ নিয়ে ঘোরা,
একদিন আহত সে মধুমাছি দল
কেউ রইলো না তোমার পাশেতে।


শুন্যতার বনে বসে ভাবছ কি
সেইসব দিন, যা ছিলো রঙীন?
তবু পারছো না যেতে, দ্বার রুদ্ধ,
বাকরুদ্ধ বলে। অধিকার হারিয়েছ।


একদিন যারে ফিরায়েছ রিক্তহস্তে
সে যে ছিলো কত আপনার ধন,
বোঝনি তখন। প্রতিফলনে আজ
বিম্বই পাবে। দর্শন মিলবে না কারও।


স্বার্থহীন প্রেমের চাবুক আজ
তোমার অঙ্গে অঙ্গে!বিদ্রুপ করে।
তোমাকে দেখে সবাই কৌতুকভরে,
অপরাজিতা নও। আজ ঝরা ফুল তুমি।