খেলাঘর আজ কোথায় হারিয়ে গেছে!
এখন শুধুই ঘর থেকে ঘরে খেলা,
গাছের মাথায় ক্লান্ত কোকিল বসে
তবু নীরবতা কাটেনি, এ কালবেলা।


বসন্ত আজ দূরে বহুদূরে আছে
বৃথাই খুঁজি, পাই না তো কোনোখানে,
তোমরা যারা রয়েছো সীমানা জুড়ে
না বলা মনের বেদনারে আন মনে।


মনের কথা বোঝার মানুষ কই?
নিলামঘরে তারও দাম বেড়ে গেছে,
আমি একা তাই শুন্যতারই মাঝে
দামী কেনবার কী বা ক্ষমতা আছে!


চারপাশে শুধু ঘর আর ঘরে খেলা,
এ যে শুন্য মাঝেই মহাশুন্যের ছল,
খেলাঘরে তালা! গুটিয়ে আপন ঝোলা
নট নাট্টের বিশাল জগতে চল।