হয়তো সেদিন আসবে
থাকবে আকাশ থাকবে বাতাস
থাকবে প্রীতি ভালবাসা ,
থাকবোনা শুধু আমি
চলে যাবো সব ছেড়ে
জগতের যত সুখ যত আশা।


হয়তো সেদিন আসবে
বাড়ির কোনো আলসেতে বসে
ভাববে আমার কথা,
ভাববে আমি ছিলাম
আজ আর নেই
জাগবে মনে ব্যথা।


হয়তো সেদিন আসবে
দার্শনিকের চিন্তাধারাও
চলবে আমায় নিয়ে,
জীবনধারার স্রোত দেখাবে
জাগছে কেমন করে
আমার মধ্য দিয়ে।


আসবে সেদিন আসবে
যেদিন আমি থাকবো না
এমন ছবি আঁকবো না
আমায় নিয়েই ভাববে
সেদিন আমায় নিয়ে ভাববে।


আসবে সেদিন আসবে
কেউ না কেউ ফেলবে চোখের জল
বসে ঠাকুর ঘরে,
চাপা ব্যথা বুকে ধরে।
গরদের শাড়ি পরনে থাকবে তার,
চাবির থোকায় ঘোমটা রইবে ঢাকা,
পূজার ডালি থাকবে হাতে আর -
মনটা রইবে ফাঁকা ...বড়ই ফাঁকা।


কাঁদবেই সে কাঁদবে
হারিয়ে যাওয়া আমাকেই
বুকে বাঁধবে,
দূর হতে আমি দেখবো তারে,
মনে করে নেবো অতীতটারে,
তারপর যবে চলে যাব, সে জানবে না -
আমি যে এসেছি, সেটুকুও সে বুঝবে না।


থাকবো আমি থাকবো
থাকবে না আর শুধুমাত্র এ দেহটা,
শুদ্ধতা রবে কেটে যাবে এই মোহটা,
অনন্ত আর অসীম আমার আমিত্ব,
অমর থাকবে সংগে থাকবে - এ সত্য,
হারাইনি আমি আজো রয়ে গেছি,
প্রেমের জগতে চিরতরে আছি।