একদিন মেদহীন টানটান
দেহ চেয়েছিলাম,
পেয়েছিলাম।
তখন বাতাসে বারুদের গন্ধ -
তোমার সুবাস নেবার অবকাশ কই?
পলকে পলকে তোমাকে দেখার
তৃষ্ণা দুচোখ ভরে,
ভাবিনি কোনও দিন
তোমার দেহবল্লরিকে
অলংকার দিয়ে সাজানোয় যায়।


কিন্তু তবুও এক মাহেন্দ্রক্ষণে
অলংকার দিয়ে সাজিয়েছিলাম।
সে এক নতুন তুমি!
কি ভীষণ মোহময়ী রূপ সে তোমার,
এরপর শুরু হলো -
সাজানোর নিরন্তর প্রয়াস,
তোমার কমনীয়তা বন্দী হলো
আঁচড়ে আঁচড়ে।


আবার নিরাভরণ হলে
এবার কিন্তু স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্ততায়,
নিরলঙ্কার তুমিও যে কত সুন্দর
বুঝি নি তা আগে,,
মেদহীন টানটান দেহ
আর চাই না,
কত অলংকারে অলংকৃত তুমি
বুঝেছি যখন,
কী বা প্রয়োজন আর বৃথা অলংকারে।