চাঁদ পেরিয়ে গেছো অনেকে দিন -
এখন তুমি ধুমকেতু এলাকায়,
আমার কাছে দূরবীন তো নেই,
বলো কি করে দেখি আমি তোমায়?


সূর্য উঠলে লুকোতে তোমায় হবে,
যেমন লুকিয়ে জেগে রয় ধ্রুবতারা।
তা বলে কি দিন আসবে না ভোররাতে?
কখনো সূর্য - থাকে কি জগৎ ছাড়া?


চাঁদ-স্বপ্নের মধুর রাত আজ দূরে,
হয়তো মনের কোনায় ঘুমিয়ে আছে!
পূর্ণিমা বা অমাবশ্যার গান -
এক,নীরব মনের যন্ত্রনাতে ধুঁকছে।


এখন তুমি ধুমকেতু এলাকায়,
পুচ্ছে করছো আমাকেই কশাঘাত!
অল্প তোমার ভালবাসা চেয়ে আজ -
দেখছি, আমার এ জীবনটা বরবাদ।