পারলে পাথরটা নয় আমাকে দিও,
স্থবির অনড় তবু হিমালয়সত্য -
জমাটবাধা পাথরটা আমাকে দিও।


আগলে রাখবো ওকে  বুকের গভীরে,
আগুন নেভা উল্কাগুলো আগলে রাখে,
যেমন করে এই সর্বংসহা পৃথিবী ।


হাল্কা হও বন্ধু, এবার বোঝাটা দাও ;
দুঃখবোঝা তোমার একার কেন হবে?
বন্ধুত্বের এটাই তো প্রথম সোপান।