কখনো কি ভেবে দেখেছো?
তোমার আঁখির মধ্যে থাকা
অনুভূতির চঞ্চলতা
অন্য কারো মনে
কি ভীষণ আঘাত হানতে পারে!


কখনো কি জেগে দেখেছো?
স্বপ্নের মায়াবী স্পর্শ থেকেও
জীবন্ত পরশ
কত আকর্ষণে
কত বেশি নিজের করতে পারে!


কখনো কি গেয়ে দেখেছ?
গানের কলির মধুর আবেশ
সুর লালিত্যের
কথাতে ঝঙ্কারে
সাগরে কতটা ডুবে যেতে পারে!


তুমি দেখনি
কিন্তু আমি তো দেখেছি।


তোমার নয়ান তারা
তোমার মৃদু পরশন
তোমার গীতি মাধুরী
আমাকে কিভাবে কাছে এনেছে,
আমি তা জেনেছি।


তুমি বোঝনি
কিন্তু  আমি তা বুঝেছি।
যন্ত্রণা সয়ে
আমি তাই দূরত্ব গড়েছি!