প্রতিদিনই সূর্য ওঠে,
কখনো আলো ছড়ায় ,
কখনো বা লুকোয় মেঘেদের ভীড়ে,
তবুও সূর্য ওঠে প্রতিদিনই -
একই আকাশের আশ্রয়ে থেকে।


সব সকাল কিন্তু তবুও এক নয়,
সেখানে খেলা করে বহূ নট নটি।
মন, কাল, চেতনায় রোজই গল্প চলে,
কখনও বা কাক, বেড়ালের ডাকে-
কিংবা কুকুর কান্নায়, প্রকৃতি অস্থির।


প্রতিদিন সেই একই চোখে দেখি,
কখনো দেখি দেখার জন্য,
কখনো আয়নায় প্রতিবিম্ব রূপে,
দৃষ্টি ছড়ায় মন ,আপনার পরিমণ্ডলেতে
ভাবনার বেড়াজাল পেতে।


তবু সব নজরই এক নয়।
কখনো চঞ্চল কখনো বা স্থির -
আহত বিহংগেরে পিঞ্জরে সাজাতে,
কাল, গতি বা ঘটনা প্রবাহে অনবরত -
নজর বদলায় নানারকম দৃষ্টিভঙ্গিতে।