স্বাধীনতা  সংগ্রামের  দাবানল পাঁশে
শোণিত দানেই ব্যস্ত ছিলো সর্বনাশে
বদ্ধ,  উন্মাদনা  মত্ত,  শত  সংগঠন!
যুবশক্তি  দিগ্বিদিকে ঘোষে  মহারণ-
মাতৃপণে রাজবন্দী হলো! কারাগারে
কেটেছিল  দীর্ঘকাল যাঁর, অগোচরে
সুদীর্ঘ  জীবন  মাঝে, বিদ্ধ  হয়েছিল
যেবা নুতন যৌবনে। কী ফল লভিল?


অন্তিমশয্যায় আজ  শয্যা তাঁর পাতা;
মরণের  নাগপাশে  বেঁধেছে  বিধাতা,
চেষ্টাও আজ  বিফলে। শুধুমাত্র যারা,
তাঁর শিক্ষনে সমৃদ্ধ ছিলো, দিশেহারা
পান্থসম,  প্রচারিবে  তাঁরে  সর্বজনে,
অমরত্ব  দান  করি  রাখিবে স্মরণে।


************************
বরিশালের পাট গুটিয়ে পানিহাটীতে
কেবলমাত্র নিজে ছাত্র-ছাত্রী পড়িয়ে
জীবনধারণ করেছেন চরম দুর্দিনে।


লেখাটি 23/08/1978 এ লিখেছিলাম
শ্রাদ্ধানুষ্ঠানে ছবির পাশে রাখার জন্যে।
তাঁর অন্তিমসূর্য বিসর্জনের আগেই।


তাঁর ইহলোকে অবস্থান কাল -
( 10/12/1909 হতে 25/08/1978 )
******* ****************