বাতি জ্বেলোনা, ভোর হয়ে আসছে,
অন্ধকারেই থাকতে দাও কিছুক্ষণ।
স্মরণে আনতে দাও সব মলিনতা-
শেষ বারের মত ঝালাবো ইতিহাস।


কবি, রাত তারা জেগে ওই আকাশে,
রূপসী চাঁদের মায়া তোমার আশায় ;
আবার কি তুমি ভেসে যেতে চাও না,
সেই আলোর ছটায়? শুধু একবার।


একদম নয়।নীরবতা ঘিরছে আমায়,
কোন সাড়া নয়! স্তব্ধতার বেষ্টনী শুধু।
একটানা ঝিঁঝির আওয়াজই; মুখর
মনকে ঘুম পাড়ানী শুনিয়ে চলেছে।


মরীচিকা জ্যোৎস্না আর ডাকব না,
আমাকে একটু একা থাকতে দাও।
ওগো বন্ধু আমার, বাতি জ্বেলো না,
অন্ধকারে আমাকে থাকতে যে হবে।


আর কিছু পরে আকাশ লাল হবে ;
সব তারাই তখনো থাকবে আকাশে,
থাকবে গোপনে। থাকবে এই মনে।
নতুন ভোর দেখার আকুতি আমার।


কোকিলের কুহুতান, পাখির কাকলী,
বিহানে ভোরাই গেয়ে যাবে। তাইতো-
মনকে শূণ্যতায় চাই, পূর্ণ করবো বলে।
নব দিবাকরের সেই পূন্য স্নিগ্ধতায়।


শেষ বারের মত হিসেবে আনতে চাই-
কলুষতার আবক্ষ প্রাচীর, আর জীর্ণ
মলিন এই বস্ত্র খণ্ডের মায়াবী অতীত,
বাতি জ্বেলো না আমায় ভাবতে দাও।