মনের আঙিনা তবু
খোলা রেখো বন্ধু।


জড় কিম্বা অজড়ের ভীড়ে,
তানপুরা তার যদি ছেঁড়ে,
আকাশে যদি না রয় ইন্দু-
মনের আঙিনা আজ
খোলা রেখো বন্ধু।


গতরাত আর কিগো ফেরে?
স্মৃতিডোরে মন শুধু ঘেরে,
রবি উজ্জ্বল- হয় নীরবিন্দু ;
মনের আঙিনা তুমি
খোলা রেখো বন্ধু।


বেদনাও দূরত্বে হারায়,
রসিকেরা রস ভরে চায়,
বারিধারা বয় কালসিন্ধু-
মনের আঙিনা তাই
খোলা রেখো বন্ধু।