বহে তবু নিরন্তর কাব্যপ্রেম মননে আমার
সৃষ্টির আদি রসে।
যদিও উদ্বেলিত প্রাণ অসীমে অনন্তে...
তবুও দূরে আজো কিছু ভাসে,
যেথা মোর প্রিয়া রয়েছে পরবাসে।


স্বর মুর্চ্ছনায় হৃদয় স্বত্বার ব্যপ্তিরে প্রকাশে
কল্পনা বিলাস বর্ননা করধ্বনি শেষে
বিষন্নকরে এ জীবন।
ব্যথাতুর মনে ভাবি,
প্রিয়া মোর আজো পরবাসে।


কাব্যময় বচনে রাধাকৃষ্ণের লীলায়িত
শ্রীমতির শ্যাম অভিসার দেখি
কবিতার ভাষে।
স্মৃতির পরশে ওগো প্রিয়,
সে শুভ লগনে মনে হয় না তো...


তুমি নেই ...কিম্বা... তুমি আজও পরবাসে...