জন্মলগ্নে বোজা চোখ,
আর গগনচুম্বী চিৎকার,
চাই অস্তিত্বের অধিকার।


দীর্ঘ পথ অতিক্রম করে;
হাসিকান্না, ভাঙ্গাগড়ায়,
ক্লান্ত পরিক্রমা শেষ।


সিঁড়ি টপকে টপকে-
এবার ফিরতি দরজায়,
অন্ধকার হয়েছে বেশ।


ভেতরে অনেক আলো ;
কাছাকাছি অপেক্ষায়,
পা বাড়লেই স্বর্গসুখ।


আবার বোজানো চোখ,
প্রারম্ভিক সেই নগ্নতা,
সাথে শুধুই নীরবতা।