সূর্যের লাল আভায় মুখ,
এলোচুলে একদিক ঢাকা,
চিন্তার জগতে আছ তুমি,
সেখানে রয়েছি আমি একা।


শ্রান্ত তবু শান্ত আজ তুমি ,
দেহ ভার ছিলো একহাতে-
আশ্রয়ের খোঁজে অন্য হাত ;
রয়ে গেছে আমার বুকেতে।


নিদ্রিত আঁখিরে মেলে দেখি,
বন্দী আমি তোমার বন্ধনে ;
একদিকে পর্বতের চুড়া,
সাগর অতল অন্যখানে।


ঝড়ের আভাস নিয়ে ঢেউ,
আবীরেতে রাঙা দু নয়ন,
একসাথে মুখেতে তোমার ;
ভেঙে যায় আমার সংযম।


কপোল চুম্বনে ওঠো জেগে,
স্মৃতিডোরে বাঁধা পড়ে বুক,
দিবাকর সাক্ষী রয়ে যায় ;
উৎসুক খুঁজে পায় সুখ।