মোবাইলে নয়া কথা!
ভাইকে জানায় দাদা ;
হনুর পাল করছে ভিড়,
বাচ্চা কিংবা গোদা।
ভাই বলে, "আন না-
ছোট্ট লাউড-স্পীকার!
আওয়াজ পেলেই দেখবি,
সকলে পগার পার।"


কথা শুনে তুলি জামা,
এবারে হবেই জব্দ!
ওরা যে সব পাহারায়!
সরে না মুখেতে শব্দ।
সারা গায়ে কালঘাম,
ঝরে যায় অনিবার ;
এ বিপদ থেকে আজ-
করবে কে উদ্ধার?


বাবার নামটা জপি,
ভয়ে শিহরিত প্রাণ ;
রাঘব রাম যাদবই!
বাঁচায় আমার জান।
হনুরা কাছেতে আসে -
বাবার নামটি শুনে ;
লেজটা নাচিয়ে তোলে,
খুশি হয় মনেপ্রানে।


"আরে বাবা এরা সবে,
রামেরই তো অনুচর"
গোদা বলে,"শোনো বলি,
ছাড়তে হবে এই ঘর।"
আলোচনা বহু চলে,
হুমা হুপ্পা হাম হুম ;
একে একে যায় চলে,
যাবারও সে কী ধুম!