অসভ্যতার হাত ছেড়ে যেদিন ;
সভ্যতার মুখোশ সজ্জিত হলো
সামাজিক বন্ধনে,সেদিন থেকে
'অসভ্যতা' পরিচয়ে পরিচিতও
হলো অসভ্যতা, নয়ারূপ নিয়ে।


সহজ সরল স্বাভাবিক গতিকে
আইনের মারপ্যাঁচে বাঁধা হলো।
সভ্যতা ধ্বজ্জাধারী অমানুষেরা
চালু করল তার অবদমন নীতি!
স্বভাবতঃ বাড়ালো কিছু উগ্রতা।


সাবলীল আকর্ষণ হলো প্রতিহত।
কাঁটাতারে বাঁধা আজ নতুনজীবন,
সাহসের অভাবেই নিস্তব্ধ হৃদয়।
তবু প্রেম উজ্জীবিত! ও কামনারা
ক্ষতবিক্ষত অভিনব এক কৌতুকে!


উন্নতি সত্যি কি কিছুমাত্র হলো?
সভ্যতার  কেতন  উড়িয়ে  রাষ্ট্র
বর্বরতার  তুফান তুলে  দিলো!
প্রাচুর্যতায় আইন এলো কব্জায়,
বন্দী রইলো সমাজের কানুনও।


সভ্যতা অসভ্যতার জটিলতাও
দ্বিধাবোধে ব্যাহত। কখনো মত্ত,
কখনো বা সেই শিকার মত্ততার।
হাসি অম্লান দেবাদিদেবের মুখে,
'সৃষ্টি রক্ষা নয় খুব সোজা কাজ।'