অপরাধের পাহাড়টা ডিঙিয়ে নয়,
নয় নীরস মরুর প্রান্ত ভেদ করে,
উত্তাল সমুদ্র মন্থন করেই আমি-
             সাথীকে পেতে চাই।


হাসির ঝিলিক থেকেই পাব ইন্ধন,
হাতের পরশমণিতে চেতনা বসন্ত ,
চোখের তারা তার বিদ্যুৎ সঙ্কেত-
                  সেই সাথীকে চাই।


মনের মাধুরী দেবে কলমে বিশ্বাস ,
স্পর্শে জাগরিত হবে সুপ্ত এই মন,
আঁচলে বিছিয়ে দেবে সমস্ত পৃথিবী -
                    তারেই সাথী চাই।


আঁধারে আলো জ্বেলে থাকবে দাঁড়িয়ে,
দুটো ডানা দেবে আমায় উড়বো বলে,
শুকনো মনে দেবে সেই আপন সবুজ-
                     কোথায় তারে পাই?


এখন কিন্তু আমি -
কেবল সাথী নয়, সেই পাগলীকেই চাই।