পদ্ম পাতায় শ্রাবণীকে দেখেছি,
এক নজরে ভোরের সরোবরে।
সদ্য প্রস্ফুটিত সে পূর্ণ অবয়ব
উঠে এসেছিল সদ্য স্নান সেরে।
ঝলক মাত্র হলো এ চিত্তরঞ্জিত।


বিদীর্ন করেছে ওই উদ্বেল হৃদয়
রূপ মাধুরীতে।তবু সীমা লঙ্ঘন
করিনি সীমাবদ্ধই ছিলো বেষ্টনী,
চলার পথে কল্পনাদলে এঁকেছি।
আকাশ মেলে নি উড়বার মতো।


সময়ের কদমে কদমে আজও ,
অজস্র পরিচিতেরা ভিড়ই করে,
ধুসর প্রজাপতি। সকলেই ব্যর্থ।
সেই কমলিকা, সেই বারিধারা,
জানিনা কখনো ফিরবে কি না।


দুরন্ত নেশায় বারবার ছোটে ,
লাগাম ছেঁড়া এ অশ্বতর মন।
শ্রাবণী নেই, নেই স্নিগ্ধ সরসী,
বসন্ত যাবে বলে পা বাড়িয়ে
দূরে থেকে শুধু উপহাস করে।