শ্বাস নেবে বলে বাতাস দিয়েছে,
তুমি তাকে শুধু বিষই দিয়েছো।
গন্ধে,দৃশ্যে বহু ফুল তুমি দেখো,
বহু ফল, ফসল আজও দিচ্ছে।
লোভে পরে তুমি সবুজ হারালে!
অন্তিম এ ক্ষণে ভাবতেই হবে।


বিশ্বাস করে সে যাকিছু দিয়েছে,
সব বেসাতিতে নিঃস্ব তুমি আজ।
বিষ জ্বালায় জ্বলতে তো হবেই,
আজ শেষ সময় কিন্তু ভাবার!
জল-বায়ু-পরিবেশ ! মুক্তি নেই।
অন্তিম এ ক্ষণে ভাবতেই হবে।


দানব প্লাস্টিক, সুখ দিয়েছিল!
ঠান্ডা জল,ঠান্ডা ঘর সুখ দিল!
ভাব নি একটু, বদলে কি নিল?
দুষিত বাতাস নিঃশ্বাসে তোমার,
পানীয় জল শেষ হবার দিকে।
অন্তিম এ ক্ষণে ভাবতেই হবে।


মরণের ডাকে শুধু দিন গোনা,
ভাব একবার প্রকৃতির জন্য -
কি তুমি দিয়েছ? আজ শেষ দৃশ্য!
এখন চলছে মরণ - বাঁচন,
আর কিন্তু সময় খুবই কম ;
অন্তিম এ ক্ষণে ভাবতেই হবে।