সরোবরে স্নান করে,
সিক্ত বস্ত্রে অবয়ব ;
দেখলাম আনমনে,
গঠনেতে কত ত্রুটি!


সরসী সলিল ছিলো -
নির্মল পবিত্র। কিন্তুু,
আমার ঔজ্জ্বল্য কই?
আমি এত কুৎসিৎ !


যাত্রা পথে অবিরাম,
এক থেকে একাধিক-
দৃশ্য বদলানো মুখ,
নেই কোন অবকাশ।


মন ভাসানোর জন্য-
ঘুরে ফিরে প্রতিবিম্ব,
আজ আলেয়ার প্রেম,
উল্কাবৃষ্টি মনে যত।


পাশাপাশি এক সাথে,
তবু সম দূরত্বে যেন
ধুসর ধুলোতেই লীন,
ভুমি স্পর্শের নেশায়।


স্মিত হাস্য ভরা এক
দৃষ্টি ওই প্রজ্ঞা-দর্শনে,
চালচিত্র বহুদূর থেকে
দেখি, কালের যাত্রায়।