কেউ কি সেই  দাদুর দস্তানা দেখাতে পার?
জানি বলবে 'সেতো ফুটো,হিসেব কি করো?'
ঠিক আছে তাহলে দেখাও না ঠাকুমার ঝুলি!
আরে কার্টুন খুলেখুলে দেখ,ওসব কানাগলি।


ডিসকো, ডিজে যত্তসব গমগম করা বাজারে,
নাচা গানা হই চই নিয়েই তস সকলে আবদ্ধ।
কিন্তু তাবলে বাবা, এসবে হাত মেলাতে হবে,
নাহলে ব্যাকডেটেড বলে স্বীকৃতি মিলে যাবে।


এভাবে পদেপদে ধ্বংসে একঢালা কালোস্তুপ,
বোকারা সোচ্চার হয়,আর যত বুদ্ধিমানে চুপ।
ছোটরা ঘরে বসেই নেটঘেটে কথায়  মশগুল,
মাঠ কাঁদে গোচারণে, ওখানে গজায় বনফুল।


বনফুল গন্ধেতে বিলকূলভাবে মাতয়ারা হয়ে ,
অলস মস্তিষ্কের চিন্তাগুলো যায় একদম ধুয়ে।
শয়তানের কারখানা ফাঁকেতে গড়ে চারদিকে,
ব্যাক ডেটেড জীবনের রং আজকে বড় ফিঁকে।