ভ্রমরের গুঞ্জরণে বাগানেই গেলাম।
ফুলের সাথে ওদের কত কানাকানি,
নিজেকে বিকিয়ে ব্যস্ত বাগান চত্বরে
ঘোরাঘুরি করে, শুধু মধু খাবে বলে।


বাগানেতে ভীষণই আগাছা বেড়েছে,
ঠিক কি বেঠিক বোঝার আগে দেখি-
বৃষ্টি এসে গেল। অলি গুঞ্জনও আজ
রিমঝিমে, বেপাত্তা এখন। নীরবতা।


সরবতায় বিফল আমিও। শব্দজগতে
এ এক আকাল। বে-আদব সুরে ভরা
পুরো বাগান। সন্ধ্যে হয়ে এলো প্রায়।
বড় দুঃসময়। শব্দের সন্ধান তবু চাই।


শ্রুতিমধুর গুনগুনানি শেষের প্রহরে ;
ঝিল্লির ঝঙ্কার শুনি এ ঝঙ্কৃত হৃদয়ে।
অনাহুতকে বিদায় জানিয়ে, আবার
নবাঙ্কুরে রাঙাবো ঠিক নতুন কানন।