আকাশের খসা তারা
নীলিমায় সুখী ছিলো,
তবুও ভুবন তাকে
আকর্ষণে টেনে নিলো।


ক্লান্ত নক্ষত্রের মৃত্যু
হওয়া স্বাভাবিক জেনে,
ধরা তাকে দিতে হল
মোহময় আলিঙ্গনে।


সে তারা উজ্জ্বল হলো
নিমেষেরই জন্য ভাই,
উল্কার রূপেতে ক্ষণিক
ঔজ্জ্বল্য দেখতে পাই।


অতল সাগর তলে
কায়া তার ডুবে যায়,
প্রতিদিন খসা তারা
এভাবে শোভা হারায়।