গ্রীষ্মের খরতাপ এড়িয়ে,
কেবল রুজির পিছে ঘোরা।
বলতে কি পার, কার জন্যে?


বর্ষায় কাক ভেজা ভিজেও,
টিউশনটা বজায় রাখা।
ভাবতে কি পার,কার জন্যে?


মণ্ডপের ঠাকুর না দেখে,
উৎকণ্ঠায় রাস্তায় ঘোরা।
মনে কি হয়নি, কার জন্যে?


হিমেল রাতে আবছায়ায়,
পার্কে বসে শুন্য বাগিচায়।
কখনো ভেবেছ, কার জন্যে?


শীতে সোয়েটার গায় দিয়ে,
অফিসের ক্লান্তি সঙ্গী করে -
তবুও হাজির, কার জন্যে?


বসন্ত ব্যাকুল মনে ফের,
খোলা জানালায় বসে আছি।
কার প্রতিক্ষায়, কার জন্যে?


অনুরোধ, উত্তর খুঁজো না।
আমিও জানি না কার জন্যে!