চলছে মহড়া দিনরাতে শত কাজের ভিড়ে,
চলছে মহড়া একসাথে আজ গানের সুরে।
সার্থক হবে সে গান মিললে প্রাণের তারে।।


    দায়িত্ব জাগে না দায়িত্ব না নিলে,
    স্থায়িত্ব বাড়ে না পথটা না পেলে।


তাই তো পথের সন্ধানে এই মহড়া ফেরে,
জীবন পাবেই মহড়া সঠিক নিশান ধরে।
সার্থক হবে সে গান মিললে প্রাণের তারে।।


      দুর্গম ভেবে  রাখলে দূরে,
      মেলে না সুর প্রাণের সুরে,
      সুর মেলাতে গানের ভেলায়,
       নিত্য নতুন প্রাণের দোলায়।


একতানে সুর বাঁধা দরকার এক জোয়ারে,
সেই জোয়ারের সন্ধানেতেই মহড়া ঘোরে।
সার্থক হবে সে গান মিললে প্রাণের তারে।।