গিরগিটি শব্দগুলো,
লাগাতার চারদিকে,
নানা রঙে ছড়িয়েছে,
খুঁজে নাও তার থেকে।


এখানে সবই আছে
সাদা কালো লাল নীল,
সাদাটা মনের নয়,
বেদনায় গরমিল।


লালটা ফিকের দিকে,
আকাশেতে নীল শেষ!
যদিও সবই আছে-
থাকছেনা তার রেষ।


শব্দ জব্দ চয়নেতে,
শুধুই তা বেসামাল।
কড়া সুরে ভরপুর,
যত্তোসব জঞ্জাল!


এর মাঝে খুঁজে নেব
সাধ্য কি আছে ভাই?
তবু চেষ্টা চালাচ্ছি
যতটা নাগাল পাই!