শৈশবের আনাগোনায় যে তুমি -
উঁকি দিয়েই ডুবে যেতে আঁধারে,
খোলামেলা তাকে ধরতে পারিনি।
আমার কবিতা, তুমি আর আমি...


কবিতা হতে তুমি পৃথক ছিলে ;
তবে তুমি কে? তখনও বুঝিনি।
সব ভাবনারা কবিতা হয় না,
সব দেখা নদী  সাগর পায় না।


আজ অভিজ্ঞতা হলো, অতীতের
স্মৃতিগুলো ঘেঁটে। ভাবতে ভাবতে
কখন তোমরা মিলেছো বুঝিনি,
তুমিও শেষে কাজেই লেগে গেলে।


কল্পনার স্রোতে ভেসেছি যখন,
তুমি  ছিলে, কবিতা ছিলো না।
আজ কবিতা আছে, তোমাকে ছাড়া।
তুমি অস্তিত্বই দান করে দিলে।


তুমি আর কবিতা এখন আর
কেউ আলাদা নও। ভাবে তাইতো
ভাবনার আনাগোনা। অনাদরে
চির আকাঙ্খিত  মৃত্যুটাই হলো।