সমাজের চোখে ঘৃণিত আমরা,
                   আমরা তরুণ দল ;
তোমাদের ফাঁদে মরেছি আমরা,
                  ফেলেছি অশ্রুজল।
                 আমরা তরুণ দল।।


যুগে যুগে শুধু আঘাত হেনেছ,
                 এবার বাঁচতে দাও,
জমাটবাঁধা চিন্তাগুলোকে-
                একবার চিনে নাও।


ছাইপাঁশ মাঝে পড়ে আছি তবু,
              করো না গো নিস্ফল।
                 আমরা তরুণ দল।।


বেকার বেকার একই হাহাকার
                     সমস্ত দেশ ছেয়ে,
দেখিনি জীবন পাই নি দরদ
               ব্যাথা ভরা এ হৃদয়ে।


       প্রতিভাগুলোর
              গলা টিপে ধরে,
        লাভটা কি হবে
            এ ভাবেতে মেরে ?


অসহায় বলে যদি মেরে ফেল ,
               পাবে কি নতুন ফল?
                আমরা তরুণ দল।।