ছন্দেতে ভরা এ জীবন, আমি তবু ছন্দ বিহীন ;
কাব্যটা জীবনের কথা, তবুও তা দুরাশায় ক্ষীণ।
অসহায় বলে আমি আজ,পরেছি এ রিক্ততার সাজ।।


সুন্দরে ভরা এ জীবন,আমি সেথা বড় বেমানান ;
স্পন্দন মাধুর্য্যময়, তবু নেই মধুময় তান।
মিলন ইচ্ছেটাতে আজ ,পরে আছি বিরহীর সাজ।।


শান্তি কখনো পাওয়া যায়,অন্তরে যদি খোঁজ তারে ;
চাহিদার বিলুপ্তি ঘটায়ে ,আমি আজ বিস্মৃতির দ্বারে।
যদি দেখা মেলে তার আজ ,তাই পরে গৈরিক সাজ।।


আজ তো ছন্দ ছেড়ে শুধু,কাব্যের মায়া ত্যাগ করি ;
গদ্যের দুনিয়াতে আমি,শান্তিরে খুঁজে খুঁজে মরি।
তবু তৃপ্তি পাই না তো আজ,জানি না মিটবে কবে কাজ।।