আশায় আশায় সাঁঝের বেলাটা
        যায় শেষ হয়ে যায়,
তবু আমি আজো বসে থাকি একা
        তোমারই প্রতিক্ষায়।।


নীড় হারা পাখি উড়ে চলে যায়
         অজানাকে ভেদ করি,
তবুও গায় সে আমি তো গাই না
         তোমাকেই শুধু স্বরি।


কেমনে যে তুমি  ভেসে চলে যাও
         মন সে দিশা না পায়,  
বসে থাকি একা লাগে বড় ফাঁকা
         চোখে জল ভরে যায়।।


ঘরের ঠিকানা জানে না তো পাখি
          গায় তবু কত গান,
ওযে ওর প্রিয়া  চিনেছে বলেই
          আনন্দে ভরে প্রাণ।
আমি বসে থাকি আঁধারে একাকী
          পাখি তো থাকে না বসে,
আমার মন যে এখনও বন্দী
          পাখির মুক্তাকাশে।


কলতান মাঝে আজো সে বিরাজে
            বাঁধনে এই হৃদয়,
তাই অসহায় চোখে জল আসে
           স্মৃতিও হারিয়ে যায়।।