মাথার কোষগুলো অচল,
নেশাগ্রস্ত একটি জীবন-
পথে পরে মরণ কবলে,
পথের হদিশ! বাতুলতা।


নিমেষগুলো খণ্ডাতিখণ্ড,
ভাসছে হাওয়ায় ফালতু!
অমূল্য কি? মূল্যহীন নাকি-
মূল্যবান! বিচার কে করে?


প্রতি পাতা উড়ে উড়ে ক্লান্ত,
কলমের আঁচড় মেলে না,
অচল সচল হবে কি করে?
নতুন ভাবনার জগৎ চাই।


আঁধারে দেশলাই পেলাম,
মনে হয় কোষগুলো চালু
করতে হলে, ভাঙ্গাটা খুব
দরকার। ভাঙ্গাগড়ার শুরু।


উদ্যানে সবুজ ভালবাসা,
কলমে কবিতার আবেশ,
আলো দেখাবার জন্য শুধু
দেশলাই প্রয়োজন ছিলো।