আমি যে অনাঘ্রাতা অসুন্দর বনফুল,
আমাদের স্বপ্নমায়া! কুঁড়িতেই শেষ।
নাকউঁচু সম্প্রদায়ের যত ইন্ধন দানে,
আজকে কিন্তু দুকুড়ি বসন্তও কাবার।


এক সময় স্বপ্নে দেখা রাজপুত্তুর
অনেক আসতো যেতো,
কেউ আর আজ আসে না ।
এখন নতুন রীতি,
কপাকপ গিলে,
আসবো বলে, ধাঁ।
অসহ্য লাগে আমার।


আমার ঘাটতিগুলো কেউ দেখায় না।
চাপা রঙ, শিক্ষা কম ;
চলে যাওয়ার ছুতো।
খেলাচ্ছলে যদি কিছু চাও,
নিতে পারো।
বিনিময়ে সজীব সন্ধান আমি চাই।


পল্লবিত সাজতে চাই শুধু একবার।
চিরন্তন মাতৃভুমিকে চাই দখলে।
কেউ আসে না।
তবে কি আমি তোমাদের চোখে শুধুই এক
কালো পাষাণের প্রাণহীন শিলামূর্তি?