একটি পৃথিবী ছিলো,
দুয়েতে মিলেও এক।
যখন তিনে, তখনও...
কোন তফাত মেলে নি।


নক্ষত্রের আকর্ষণেই
সূর্য থেকে গ্রহ হয়,
শুনেছিলাম সবার মতো,
তা তো চোখে দেখা নয়!


কিন্তু চোখে দেখলাম,
পৃথিবী টুকরো হলো।
টুকরো হয়ে তা দুই,
অবশেষে তিনটি ভাগেও...


আকর্ষণ ছিলো- নাকি
বিকর্ষণ! তা অনিশ্চিত।
কেবল নিশ্চিত আমি,
পৃথিবীটা টুকরো হলো।


অথচ আশ্চর্যভাবে তা
সম অক্ষে ভ্রাম্যমাণ।
কিভাবে যে চ্যুতি ছাড়া
ওদের চলা, সেটাই বিস্ময়!