নজর আড়ালে চাপা পড়েছিল,
দৈনন্দিন কর্মব্যস্ত জীবনেতে
কোনো কিনারায় দেখতে পাই নি,
তবু সেটাই ছিলো প্রথম বসন্ত।


ছলনার প্রেমে বিশ্বাস ছিলো না,
কিন্তু তা বছরের আবর্তনেই শেষ।
কেন যে হারালো তখনো বুঝি নি,
কৌটা যত্নেই ছিলো জায়গা মতো।


নতুন তরনীর এক উন্মাদ যাত্রা,
শক্ত হাতের হাতছানি দেখেছে
অনিশ্চিত ছোটা মোটে ঠিক নয়।
কৈশোর আঘাতেই পোক্ত হলাম।


চলে গেল। বছর পাঁচেক পর শুনি
তরী তারও অথৈ সাগরের মাঝে!
মুক্তোর খোঁজে গিয়ে হারিয়ে যায়
নাম না জানা কালাপানির কোলে।


নতুন করে পাবার আশা দপদপ।
ফেরে নি। শরমই বাঁধা দিয়েছিল।
আর নয়, এরপর গতির জীবন
উঁচুর থেকে নীচুতে দেখি, যন্ত্রনা।


ধোঁয়ার আড়ালে আজো চাপা আছে।
কৈশোর এখনো ডাক দিয়ে যায়
সব কান্না খেলাঘরে ঘোরে আজীবন।
কৌটো ইচ্ছে মতো খুলি ও বন্ধ করি।