দুরন্ত পরিক্রমার শেষে,
ভাসমান বদলানো দৃশ্য-
ঝিনুকে শুক্তির আগমন।
ক্ষত সৃষ্টি করেও নির্মল।


ফুল ফোটে ফোটার সময়,
পাঁপড়ি ছড়ায় আধবোজা।
গুণগুণানিতে ভোমরারা-
কানাকানি করে চারদিকে।


রেনু ছড়ায় পদচুম্বনে।
যথা নর নারী মিলনেতে।
দরজা বন্ধ হয়,আপন
ঘরে এখন সৃষ্টির সুখ।


ফুল থেকে ফল,আপনাকে
হাজির করে নব কলেবরে।
পরিক্রমা চলে, গাছ কিন্তু
শীর্ণ হতে আরো শীর্ণকায়।


ধীরে ধীরে নুয়ে পড়া, তবু
ভ্রমরের ফলদান থেকে-
নতুন জীবন। মহাবিশ্বে
ভ্রমণ শেষ হবার নয়।


সীমাহীন কালের যাত্রায়,
অনন্ত পথের দিগ্বিজয়।