অতীতটা অনেক দূরেই ছিলো,
নিজের অস্তিত্ব অস্বীকার করে
এগোতে চেয়েছি, নীট ফল আজ
ব্যস্ত জীবন সামলাতে কাহিল।


পাহাড়ের সাথে রোজ কথা হয়,
ইচ্ছেমতো নীরবতা তার সাথী,
কত আশা গুমরে গুমরে ভাসে
হাসি কান্নার সে খোঁজ কেবা রাখে।


নুড়িগুলো মুনি ছিলো, শোনা কথা।
আচ্ছা যদি এত্তো ঋষি তবু কেন
পৃথিবীর কান্না থামে না কিছুতে?
তবে ওরা কি ভুমির কষ্টে নেই?


হলকর্ষ জমি আজও সৃষ্টি বিমুখ।
সমানে বিকিয়ে চলে অল্পদামে
জ্যান্তজোঁক রক্ত চুষে ফের নুড়ি।
বহু স্মৃতি ঘরে গুছিয়ে রাখা বই।


এতোসব খবর মুনিরা জানেই না,
মুখ থেকে মুখে ঘোরা কথাগুলো
যে স্মৃতির অন্তরালে আজো গুপ্ত,
ইথারে ইথারে ভেসে মৃতের দুয়ারে।