সে মুদ্রাদোষে 'পাগলা কোথাকার'
বলত সবাইকে, কথাটা মন্দ নয়।
বিশাল এই দুনিয়াই পাগলাগারদ
না হলেও,অনেকাংশেই ঠিকঠাক।


নিজে যখন দেখি সব দৃশ্যগুলো
প্রতিনিয়ত কিভাবে বদলে যায়?
অবাক মনেও একই বোধ জাগে।
এত গতি সামলানোটা অসম্ভব।


কোথায় কিভা‌বে যে ছুটে চলেছি
দিশেহারা হয়ে,নিজেও জানি না।
পট পরিবর্তন হতে তাল রাখাটা,
আজ খুবই দুরূহ কাজ এ চোখে।


সেইজন্যে বার বার তাকে খুঁজি।
অকস্মাৎ খবরেতে নজরে এলো
'পাগলের পালানো গারদ ভেঙে'
ছবি নিঃসন্দেহে সেই লোকটার।