একদিন এক কবিবন্ধু আমায় বললো
'ফালতু কাব্য ছেড়ে এবার হাত খুলে লেখ'
অনেক চেষ্টা করেছি, পারিনি...
সেই কাব্যই শুধু ব্যঙ্গ করেছে বারবার।


এ শতাব্দীর প্রথম বছর পঁচিশে জুলাই
কেরালার কোথাও কোথাও আশ্চর্যভাবে
রক্ত বৃষ্টি হয়েছিল, সত্য কাহিনী।
তাই নিয়ে জ্যোতিষ মতবাদ, বিজ্ঞান চর্চা,
মোটের উপর কত্ত গবেষণা!


কিন্তু আজো প্রতিনিয়ত কতো রক্ত যে
হৃদয় গহ্বরের থেকে বেড়িয়ে
লুটোপুটি খায় কোনো পাষান জমিতে,
হিসেবেই আসে না।


হিসেবে আসে না
কিভাবে তরুনীদের রক্তে
ক্ষেতের ধার বা নির্জনতা কলুষিত হয়।
একবার দেখি পরিচিত কিনা? চলে যাই,
খুব বেশি হলে "আহা" বলে সহানুভূতি।


কিম্বা কোন সড়ক দুর্ঘটনায়
যখন রক্তের বন্যা বয়ে যায়,
তখনো শুনি কাছাকাছির লোকেরা বলে,
"দাদা,একটু সাইড দিন,
অফিসে লেটমার্ক পড়ে যাবে।"


এসব রক্তবৃষ্টি নজর এড়িয়ে যায় !!


জানি না এবারও লেখা হাত খোলা হলো


না কি সেই,


কবিতাই  !!!!