এক একটা পাথর কেটে পথ
উঁচু পাহাড় ঘন কুয়াশাচ্ছন্ন
পর্ণমোচী গাছের ছড়ানো রথ,
বনফুল অযত্নে বাড়তে থাকে।


মায়াময় ঝরনার ঝরঝর
ঝিল্লিঝঙ্কার ছেড়ে দেখছি,
লবঙ্গলতিকা এক কুঁড়ি
হারাবার কোন বাঁধা নেই।


পাহাড় টিলায় সূর্যোদয়
কুয়াশা সরতে রাজি নয়
তবু যেতে হয়। নিমরাজি
মেয়ে, সূর্যের আলোয় রাঙা।


নয়া হাতের স্পর্শে ব্যাকুল মন
উষ্ণ হতে উষ্ণতা কাঙাল,
ক্যামেলিয়া বেনীবন্ধনেতে
সমস্ত দুরন্ত বাতাস নিশ্বাসে।


বিশ্বাস উজার করে যাত্রা পথ
কিন্তু সবই হারাতে হবে আজ,
একবারের ঝটিকা নিবেদন
না ফুটতে শেষ করে কুঁড়িটাকে।


রোজ গাড়ি আসে তবু চলে যায়
বিনুনি খালি পড়ে উষ্ণতা কই?
নয়া সূর্যতো লালও হতে পারে
ভোরের আলোয় দোর বন্ধ তার।