আগমনী সুর ছিলো ভোরাই দখলে,
একতানে মাতৃমন্ত্রে একত্র প্রয়াস।
যেদিনটা ধরেছিলে নিজের কব্জায়,
কখন যে উড়েছে মুক্তডানা মেলে-
নজর এড়িয়ে, তা মনন পরাজয়।


কাশের শরৎ - শিউলির গন্ধ ছাড়া,
হেমন্তের বার্তা বহে দেখি কুয়াশায়,
শুন্য ডালি নিয়ে ফুলহীন অস্থিরতা।
কেবা তখনো আরও একবার সাড়া -
দাও অন্তরালে! তবে কি বসন্ত আসে?


কিছুই ধরা দেয় না কবলে তোমার।
চলার পথে যখন যা পেয়েছো যত্নে
রাখলেও , আপন করতে অসমর্থ।
তাই আম্রকলি ঝরে, ঝড়ের প্রকোপে
কিম্বা বর্ষনধারার শিলার আঘাতে।


বর্ষারাণী নিজে যখন ক্ষেত ভরিয়ে-
ফসল নিয়ে আসে, রাখে কোলেতে
তোমার, তখনো তা সবার মাঝে দান
করে, তুমি নিস্বঃহায়! তোমার চলন-
আবহমানের প্রতীক্ষায় অনিবার।


★**********************************
বিশেষ দ্রষ্টব্য ঃ লেখাটি মন্তব্য বন্ধ রেখে 07/12 তে পাঠাতে বাধ্য ছিলাম । ডিলিট করে মন্তব্য খোলা রেখে আবার আজ পাঠালাম।