পাথর কেটেই রাস্তা করে ওরা,
পাথরকে ওরা পাথর ভাবে না!
রাস্তা শেষে কিন্তু নজরে আসে না,
পড়ে থাকে শুধু ধুলিময় পথ।


চলার পথটি ছিল বলে আজ,
দুপাশে ক্যামেলিয়ার রক্তহাসি,
জানালার চম্পাকলি অবিশ্বাসে,
যখন যার খুশি যাওয়া আসা।


এমনি করেই জনপদে পদ,
নোংরা ছাউনি উধাও হয়ে যায়,
ওদের সাড়ার সময় কোথায়?
নগরীতে ওরা অবাঞ্ছিত দল!


ফের নির্বাসিত কোনো দূর দেশে।
পথ শেষ হবার নয় বলেই -
আবার কাঁধে পাথর ভাঙা পণ,
জানে না ঠিকানা কোথা ভবিষ্যৎ।


************************************
বিশেষ দ্রষ্টব্য ঃ লেখাটি মন্তব্য বন্ধ রেখে 17/12 তে পাঠাতে বাধ্য ছিলাম । ডিলিট করে মন্তব্য খোলা রেখে আবার আজ পাঠালাম।